News update
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     

ফেসবুক লাইভে আত্মহত্যাঃ অপমৃত্যুর মামলা করেছে মহসিনের পরিবার

গ্রীণওয়াচ ডেস্কঃ খবর 2022-02-03, 7:26pm




বাংলাদেশে ফেসবুক লাইভে নিজের মাথায় পিস্তল তাক করে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে তার পরিবার।

বুধবার রাত ১০টার কিছু আগে রাজধানীর ধানমণ্ডিতে নিজের বাসায় ফেসবুক লাইভে পিস্তল মাথায় তাক করে আবু মহসিন খান নামে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

ধানমন্ডির সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাসুম জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে আবু মহসিন খানের মরদেহ আজ দুপুরের দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুম জানিয়েছেন, মি. খান যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যাবহার করে আত্মহনন করেছেন, মাত্র দুদিন আগেই তিনি সেটির লাইসেন্স নবায়ন করেছেন।

আবু মহসিন খান চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।

এই ঘটনাটি ঠেকানো যেত কিনা সেনিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

যা বলছে পুলিশ

পুলিশ মনে করছে তার দীর্ঘ দিনের একাকী জীবন, ক্যান্সারের সাথে লড়াই, ব্যবসায় লোকসান, এই সব কিছু থেকে চরম অবসাদগ্রস্ত হয়ে পড়েন আটান্ন বছর বয়সী ব্যবসায়ী আবু মহসিন খান।

সেটিই তার আত্মহননের পথ বেছে নেবার কারণ হতে পারে বলে মনে করছে পুলিশ।

"ওনার অনেক ডিপ্রেশন ছিল। ওনার বিগত পাঁচ বছর যাবত ক্যান্সার ধরা পড়েছে। ওনার স্ত্রী ও একমাত্র ছেলে অস্ট্রেলিয়া থাকে। উনি একাকী জীবন যাপন করতেন। উনি ব্যবসা করতেন কিন্তু অসুস্থতার কারণে ব্যবসাটা ভালোভাবে পরিচালনা করতে পারেননি। উনি অনেক ব্যাবসায়িক লস করেছিলেন"।

"আমরা যেটা বুঝতে পারলাম এই বয়সী একটা লোক, দীর্ঘদিন এরকম একা থাকা থাকা, এই সবকিছু নিয়েই ওনার ডিপ্রেশনটা ছিল। প্রাথমিকভাবে আমরা তার প্রতিবেশী, আত্মীয়দের সাথে কথা বলে এমনটাই মনে করছি", বলেছেন ধানমন্ডি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া।

বুধবার রাত ১০টার কিছু আগে রাজধানীর ধানমণ্ডিতে নিজের বাসায় ফেসবুক লাইভে পিস্তল মাথায় তাক করে আবু মহসিন খান আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। সূত্রঃ বিবিসি বাংলা।