News update
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     
  • Sirajganj’s luxuriant mustard fields bloom as an oasis of gold     |     
  • Man killed after boat hits sand-laden bulkhead on Padma River     |     
  • Holy Shab-e-Meraj on January 16     |     
  • 2025: Resilient Economies, Smart Development, and More Jobs      |     

ঢাকায় অবকাঠামো নির্মাণে এবার সিটি করপোরেশনেরও অনুমতি লাগবে

গ্রীণওয়াচ ডেস্ক: খবর 2022-02-06, 3:43pm




এখন থেকে রাস্তা, সেতু ও বাড়িসহ সিটি করপোরেশন এলাকায় যেকোনো অবকাঠামো নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল ও জলাশয় সংরক্ষণ ও রক্ষাণাবেক্ষণ নিয়ে নিজ মন্ত্রণালয়ে এক সভায় এ কথা জানান তিনি।

রাজধানীতে ইস্টার্ন হাউজিং অবৈধভাবে যে সব খাল ও জলাশয় ভরাট করেছে সেগুলো উদ্ধার করতে সিটি করপোরেশনকে দায়িত্ব পালনের নির্দেশও দেন স্থানীয় সরকার মন্ত্রী।

সভায় ঢাকার খালগুলো নাব্যতা ফিরিয়ে আনতে নিজেদের কর্মকাণ্ড ও সমস্যা গুলো তুলে ধরেন ঢাকার দুই মেয়র।