News update
  • Advisory Council Approves Dhaka Central University Ordinance     |     
  • Election Campaigns Begin Ahead of February 12 Polls     |     
  • Illegal topsoil extraction threatens ‘Gaillar Haor’, croplands in Sunamganj     |     
  • Nation's future hinges on ‘Yes’ vote in referendum: Land Adviser     |     
  • US doesn't take sides in Bangladesh elections: Ambassador Christensen     |     

বাবা হত্যার বিচার নিয়ে ফেসবুকে যা লিখলেন আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-08, 9:42am

regrtert-1840b0b34bda4d975cb935e57e619a1a1717818147.jpg




ভারতের কলকাতায় গিয়ে সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বাবাকে হারিয়ে ফেসবুকে বিভিন্ন আবেগঘন পোষ্টের পর এবার বাবা হত্যার বিচার নিয়ে এবার আরও একটি পোষ্ট করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

বৃহস্পতিবার (৬ জুন) তিনি লিখেছেন, তোমার হত্যার বিচার আমি করবোই বাবা, ইনশাআল্লাহ। চিন্তা করনা তুমি। তোমার ডরিন কোনদিন ভুলে যাবেনা ।

ডরিন আরও লিখেছেন, এত নিকৃষ্টভাবে হত্যা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। বিচার হবেই বাবা। আমি ভুলবো না কখনো ।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম।

২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে খুন হয়েছেন এমপি আনার। আরটিভি