News update
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-08, 7:00pm

sgsdetew-eba5195c5a9f66bcabbfc780744ec13b1717851649.jpg




জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (৮ জুন) দুপুর থেকে সদর উপজেলার কাইলহাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটিতে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না।

সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্তও বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

তবে এ নিয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। পুলিশ সুপার ঘটনাস্থলে এসে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তারা। আরটিভি