News update
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     
  • Over 100 Killed in Brazil’s Deadliest Rio Police Raid     |     
  • Alphabet Tops $100 Billion Quarter as AI Drives Surge     |     
  • Wild bird meat raid in Sylhet’s Jaintiapur: 2 hotels sealed, 1 fined     |     
  • Reported massacre at hospital in Sudan’s El Fasher leaves 460 dead     |     

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-08, 7:00pm

sgsdetew-eba5195c5a9f66bcabbfc780744ec13b1717851649.jpg




জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (৮ জুন) দুপুর থেকে সদর উপজেলার কাইলহাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটিতে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না।

সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্তও বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

তবে এ নিয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। পুলিশ সুপার ঘটনাস্থলে এসে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তারা। আরটিভি