News update
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     

আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ গ্রেফতার ৫

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-10, 6:37am

29cede472c7a847dc43368868c5447bc11dd5ac1d1fdeda6-1-e70aaaf62890c14352ad227a103fa0161717979822.jpg

গোল চিহ্ন দেয়া ছবি আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজের। ছবি: সংগৃহীত



কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।

সোমবার (১০ জুন) দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা জামিলুল হক।

তিনি বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প ৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। যা এখনও চলমান রয়েছে। অভিযানে এ পর্যন্ত আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণও উদ্ধার করা হয়।

অভিযানের ব্যাপারে সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের রামুস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা জামিলুল হক।