
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
রোববার ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। এই ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ (আটশ পঞ্চাশ) টাকা।
এবারের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে পরিচালিত এই ইউনিটে সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউট অন্তর্ভুক্ত রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।