News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

ছাগলকাণ্ড তুলে ধরা যুবকের ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত!

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-25, 6:21am

img_20240625_062200-527357b40031b3ff08ee4a3c2792874b1719274941.jpg




‘ছাগলকাণ্ডে’ দুর্নীতিবাজ এনবিআর সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের মুখোশ উন্মোচন হয়েছে। ঈদুল আজহার আগে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মুসফিকুর রহমান ইফাত। শুরু হয় খোঁজ, কার ছেলে সে? শেষ পর্যন্ত দেখা যায় তিনি এনবিআর কর্মকর্তা (অপসারিত) মতিউর রহমানের ছেলে। আর এই ছাগলকাণ্ড সামনে আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহর অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক। মেটার প্ল্যাটফর্মটি জানিয়েছে, ফেসবুকের নীতিমালা বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করায় তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সাইয়েদ আবদুল্লাহ গণমাধ্যমে জানান, ১৯ জুন পরিবারের ছবি দিয়ে মুশফিকুর ও মতিউরের সম্পর্কের বিষয়টি ফেসবুকে পোস্ট করার পর আমার অ্যাকাউন্টে কেউ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে ফেসবুক আমাকে নোটিফিকেশন দিয়ে দুই ঘণ্টার জন্য অ্যকাউন্ট বন্ধ রাখে। এরপর পুনরায় তা চালু হলেও ২২ জুন সকালে দেখতে পাই আমার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, আমার অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষেত্রে ফেসবুক নির্দিষ্ট কোনো কারণ বলেনি। তারা জানিয়েছে, আমার কর্মকাণ্ড ফেসবুকের নীতিমালার সঙ্গে মেলে না। এ কারণেই অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। ফেসবুক বলেছে, তারা তিনটি বিষয় অনুমোদন দেয় না-১. এমন কোনো অ্যাকাউন্ট তৈরি করা যা অন্য কারও। ২. প্রতারণার জন্য অন্য কারও ছবি ব্যবহার করা এবং ৩. কোনো পেজ তৈরি করা, যা অন্যের হয়ে কথা বলে। এর মধ্যে কোনটি সাইয়েদ আবদুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, তা বলা হয়নি।

সাইয়েদ আবদুল্লাহ বলেন, ‘আমার ধারণা, আমার অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুকের কাছে একাধিক রিপোর্ট করা হয়েছে। ভার্চ্যুয়াল মাধ্যমে মানুষের মুখ বন্ধ রাখার চেষ্টার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। তারা নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করছে না; যারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছে, তাদের সুরক্ষা দিতে পারছে না। উল্টো কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে অ্যাকাউন্ট স্থগিত করেছে। ফেসবুকের এ আচরণ দুর্নীতিবাজদের উৎসাহিত করবে।’

রোববার (২৩ জুন) সাইয়েদ আবদুল্লাহর অ্যাকাউন্টের বিষয়ে বাংলাদেশে নিয়োগকৃত জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কাছে ই-মেইল করা হয়। সোমবার ওই জনসংযোগ প্রতিষ্ঠান জানিয়েছে, ফেসবুক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে, রোববার মতিউরকে এনবিআরের পদ থেকে সরিয়ে দিয়েছে। সোমবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও তাকে সরানো হয়েছে। আজই আদালত মতিউর এবং তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। আরটিভি নিউজ।