News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

পুলিশ-বিজিবিকে এক ঘণ্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-17, 1:34pm

kdfjiofoor-fd514e03c134acddab01345cd9bcdfff1721201646.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আগামী এক ঘণ্টার মধ্যে পুলিশ ও বিজিবিকে সরে যেতে আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৭ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশ ও বিজিবি সরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বুধবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

নাহিদ বলেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান, হল ও মেস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি-প্রক্টরকে জবাবদিহি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হল এখন সাধারণ শিক্ষার্থীদের দখলে। প্রতিটা ক্যাম্পাস ও হলকে দুর্গে পরিণত করুন। বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে হবে।’

কোটা সংস্কারের একদফা দাবিসহ সব হামলার বিচার ও মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ বলেন, ‘ঢাকার বিভিন্ন পয়েন্টে আপনারা অবস্থান করবেন। ঢাকার আশপাশ থেকে বাসে করে সন্ত্রাসীদের ভাড়া করে আনার চেষ্টা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সবগুলা পয়েন্টে সন্ত্রাসীদের রুখে দেবেন। শহিদদের জানাজায় দলে দলে যোগ দিন।’

প্রসঙ্গত, চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। মঙ্গলবার সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়লে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ করবে শিক্ষার্থীরা। দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হবে। আরটিভি