News update
  • No need to be kind to election disruptors: EC to law enforcers     |     
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     

বিকলাঙ্গ শিশুকে হুইল চেয়ার দিয়ে ’ভ্যালেন্টাইন ডে’ উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2022-02-15, 12:36am




১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে এক অন্যরকম ভালোবাসা দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ঝিনাইদহ ইয়ূথ সান।

জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড ভগবান নগর বটতলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ভালোবাসার নিদর্শন স্বরূপ হুইলচেয়ার প্রদান করা হয়। অনেকটা অনানুষ্ঠানিক ও অনাড়ম্বর পরিবেশে ফুলহরি ইউনিয়নের মধ্য থেকে খুঁজে বের করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বাদশা ওমর ফারুক (১৬) কে। বাদশা ওমর ফারুক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

আসাননগর গ্রামের বাসিন্দা বাদশা ওমর ফারুক এর পিতা  জানান, আমরা দরিদ্র। আমাদের জন্য এ উপকার ভাষায় প্রকাশ করার না।

এসময় মোঃ কামরুজ্জামান ঠান্ডু বলেন ইয়ূথ সানের এমন উদ্যোগকে সাধুবাদ জানায়। যেখানে আজকের দিনে সারা বাংলাদেশে বিভিন্ন অপচয়মূলক কর্মকান্ডে লিপ্ত তখন এক ঝাঁক তরুণের এমন উদ্যোগ আমাকে আপ্লুত করেছে।

হুইলচেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন ইয়ূথ সানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাকিবুল হাসান বাপ্পি,  প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পল্লি জননী সমাজ কল্যাণ সংস্থার  মোঃ আলমগীর কবির, ১৫ নম্বর ফুলহরি ইউনিয়ন ইউপি সদস্য  মোঃ আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সোহেল রানা, ইয়ূথ সানের সদস্য সৌরভ চৌধুরি, জাহিদুল ইসলাম পলাশ, সৌভিক পোদ্দারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

হুইলচেয়ার প্রদান সম্পর্কে ইয়ূথ সানের প্রতিষ্ঠাতা পরিচালক মাকিবুল হাসান বাপ্পী বলেন, আমরা ভালোবাসার এই দিনে একটু ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলাম । তাই এ ছোট্ট উদ্যগ। আমাদের কাজের এ ধারা অব্যাহত থাকবে।