News update
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     

বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-22, 2:02pm

yrtertert-24ec806f10316e8fe032960be8f5c26d1724313725.jpg




দেশের ৯টি জেলা ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত। দেশের এই সংকটময় মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পেস্টে হাসনাত জানান, টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি, চলবে সারা দিনব্যাপী।

যে জিনিসগুলোর প্রয়োজন:

১। শুকনা খাবার (চিড়া, মুড়ি, বিস্কিট, টোস্ট, গুড়, ছাতু, বাদাম ইত্যাদি)

২। স্যালাইন, জরুরি ঔষধ

৩। স্যানিটারি ন্যাপকিন

৪। শিশুখাদ্য (দুধ, সুজি ইত্যাদি)

৫। চাল, ডাল, লবন

৬। মোমবাতি, দিয়াশলাই

৭। পলিথিন ইত্যাদি।

এ ছাড়া আপনারা অর্থ সাহায্য করতে পারেন। ব্যাংক একাউন্টে বা সরাসরি টিএসসিতে। আমরা কিছুক্ষণের মধ্যে বিকাশ নাম্বারও দেয়ার চেষ্টা করছি। এরমধ্যে জানিয়ে রাখি, আমাদের টিম রেসকিউয়ের কাজ শুরু করেছে। আমরা আজ সারা দিনে দুইশো’র বেশি বোট পাঠানোর সিদ্ধান্তে আছি, যার মধ্যে প্রায় ২০-২৫টি এরইমধ্যে স্পটে চলে গেছে। আমরা একতা ধরে রাখি। এই বিপদে বাংলাদেশ লড়বে একসাথে।

ফান্ড রেইজিং একাউন্ট ডিটেইল:

Mohammad Anisur Rahman

20503100200291004

Badda Branch, Dhaka

Islami Bank Bangladesh

Swift code: IBBLBDDH

Routing Number: 125260341