লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশীদের মধ্য থেকে দ্বিতীয় দফায় আরো ৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম এর সহায়তায় দেশে পাঠানো হয়েছে।
গতকাল বৃহ্সপতিবার সকাল ৮টায় আইওএম'র ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এরআগে ৯ মার্চ মেতিগা বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
লিবিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদেরকে বিদায় জানান বলে দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় রাষ্ট্রদূত ফ্লাইটটি পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, দূতাবাসের পক্ষ থেকে উল্লেখিত ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে প্রত্যাবাসন করা হয়।