News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-08, 3:11pm

sbraassttr_mntrnnaalyy-282e4a2262ff76eaf59779b50f6b2a371733649110.jpg




অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের অবিলম্বে তাদের কাগজপত্র বৈধ করার নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিভিন্ন কাজে ও প্রয়োজনে অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে বসবাস করছে। যারা অবৈধভাবে আছে তাদের কাগজপত্র ঠিক করার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এরপর অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ অবৈধভাবে থাকতে পারবে না।

অবৈধ বিদেশিদের বিষয়ে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। তবে বাংলাদেশ কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি উপদেষ্টা।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।