News update
  • Bangladesh End 22-Year Wait with Win Over India     |     
  • Hasina Found Guilty of Crimes Against Humanity     |     
  • UN Security Council to Vote on Gaza Stabilisation Force     |     
  • COP30 Enters Final Stretch with Urgent Calls for Action     |     
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     

শিশুর ভুল চোখে অস্ত্রোপচার: অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-01-16, 12:54pm

rtewwerew-fbdde5ea9ede9df7c828d9b122160fee1737010449.jpg




শিশুর ভুল চোখে অস্ত্রোপচারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

এর আগে ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশু শিশু ইরতিজা আরিজ হাসানের বাবা মাহমুদ হাসান তার সন্তানের ভুল চোখে চিকিৎসার অভিযোগ মামলা করেন। 

এজাহার সূত্রে জানা যায়, চোখে ময়লা জাতীয় কোনো বস্তুর অস্তিত্ব টের পেয়ে মঙ্গলবার হাসপাতালে দেড় বছর বয়সী ইরতিজার চিকিৎসা করাতে এসেছিলেন বাবা-মা। তবে বাম চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার করেন চিকিৎসক। পরে দুঃখ প্রকাশ করে আবারও বাম চোখে অস্ত্রোপচার করেন চক্ষু বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগম।  সময় সংবাদ