News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-13, 7:19am

img_20250213_071835-73c2f85297b1d8403081fac7e6023e6c1739409573.jpg




ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুই দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুবাই স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থ্রিতে অবতরণ করে।

একই অনুষ্ঠানে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন, প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আজাদ মজুমদারসহ একটি প্রতিনিধি দল।

দুবাই বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।

এরআগে, বুধবার ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি সামিটে অংশ নিবেন। সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

এবারের সম্মেলনে বিশ্বের অন্তত ৩০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। ৮০টির বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। 

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার এমিরেট্স এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে। আরটিভি