বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ফেব্রুয়ারির শেষ দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কুয়াশা পড়ছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুয়াশায় ঢাকা পড়ে রাজধানী। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অনেক স্থানে কেটে যাচ্ছে।
ঢাকায় সকাল ১০টার পর কুয়াশা কেটে সূর্যের দেখা মেলে গরম অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর বলছে, ফেব্রুয়ারি মাসের এ সময়ে দেশের দক্ষিণাঞ্চল ভোর রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি ধরনের কুয়াশা পড়ছে।
এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের এই সম্ভাবনা আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত অব্যাহত হতে পারে।
আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে।