News update
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     

১/১১ নিয়ে তথ্য উপদেষ্টার পোস্ট, যে মন্তব্য করলেন সালাহউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-08-04, 9:01pm

img_20250804_210003-4daf6df2d5c8553ac1a9c20db58b21ee1754319717.jpg




দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে তথ্য উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ আগস্ট) গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চান।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি মনে করি মাহফুজ আলম  সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।’

সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে’ বলে একটি ফেসবুক পোস্ট দেন। এ নিয়ে অনলাইন ও অফলাইনে চলছে আলোচনা।

এদিকে ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কি না তা নিয়ে পরিষ্কার কিছু জানায়নি দলটি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পরে জানানো হবে’।

সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেসবুকে পোস্টটি দেন মাহফুজ আলম। যদিও পোস্ট দেয়ার ২৩ মিনিট পর তিনি তা আপডেট করেন। আপডেট করা পোস্টে তিনি লিখেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’