শরণার্থী সংক্রান্ত জাতিসংঘের হাই কমিশনারের দপ্তর জানিয়েছে যে, রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত ৫৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি লোক ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছেন।
মোটামুটি ২৯ লক্ষ ৬০ হাজার জনের মত পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন, এর পর রোমানিয়ায় চলে গেছেন ৮ লক্ষের মত লোক, প্রায় ৫ লক্ষের মত লোক পালিয়ে গেছেন হাঙ্গেরিতে এবং ৪ লক্ষ ৩০ হাজারের মত লোক চলে গেছেন মলদোভাতে।
জাতিসংঘের শরণার্থী এজেন্সি এও জানাচ্ছে, প্রায় ৬ লক্ষ ৪০ হাজারের মত লোক রাশিয়ায় চলে গেছেন। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।