News update
  • UN Chief Calls for Urgent Climate, AI and Global Reform     |     
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     
  • Sunamganj’s age-old boat market dull as normal floods rare     |     
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     

ওয়ানডে র‌্যাংকিং: শীর্ষে নিউজিল্যান্ড, সপ্তম স্থানে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-05, 12:07am

image-40724-1651665116-42d0c474d9046ee29209b86f5c9c03881651687662.jpg




আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র ১ পয়েন্টের ব্যবধান নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। নিউজিল্যান্ডের রেটিং ১২৫, ইংল্যান্ডের ১২৪।
১০৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় থেকে ষষ্ঠস্থান পর্যন্ত আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (১০৭), ভারত (১০৫), পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)।
৯৫ রেটিং নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম থেকে দশম পর্যন্ত আছে যথাক্রমে- শ্রীলংকা (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৭৩) ও আফগানিস্তান (৬৬)।
বার্ষিক হালনাগাদে আজ সর্বশেষ টেস্ট র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। ২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়। তথ্য সূত্র বাসস।