News update
  • Deadlock between 2 departs brings Gomti Bridge Project to halt     |     
  • Village Games: Magical Childhood of BD Children in Winter     |     
  • IsDB Group Business Forum Drives Sustainable Investment at WIC     |     
  • 163 bank accounts in Nayeemul Islam Khan's family      |     
  • Commonwealth to send election observers: Khosru     |     

ছুটির দিনে সড়কে প্রাণ গেল ১২ জনের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-24, 5:20pm

erewrwqeqweqwedsd-0ef860cc602a3ec82442eabbc2321e3f1761304815.jpg




ছুটির দিনে শুক্রবার (২৪ অক্টোবর)  দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।

পুলিশ জানায়, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজুতি ট্রাভেলস-এর বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পাগলা বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন ৫ জন। গতরাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনার পর পুলিয়া এলাকায় রাস্তার পাশে থামানো ছিল। যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান। এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদীর মাধবদীতে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বাসচাপায় ইজিবাইকের চালকসহ ৩ জনের প্রাণ গেছে। রাইনাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইজিবাইকটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান ২ জন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে, যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

এ ছাড়া রাজধানী, লালমনিরহাট ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আরও ৩ নিহত হয়েছেন।আরটিভি