জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত দপ্তর জানিয়েছে যে, ২৩১ জন শিশু’সহ ন্যূনতম ৩ হাজার ২৮০ জন বেসামরিক লোক ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে নিহত হয়েছেন।
বেসামরিক ক্ষয়ক্ষতির গণনা ২৪শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মের মধ্যে নিশ্চিত করা সর্বশেষ উপাত্তের উপর ভিত্তি করে করা হয়।
জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনারের দপ্তর বা ওএইচসিএইচআর জানাচ্ছে, দোনেৎস্ক এবং লুহানস্কের পূর্বাঞ্চলে ১ হাজার ৭২৭ জনের মৃত্যুর খবরের কথা জানানো হয়। তারা এও জানাচ্ছে, কিইভ এবং খারকিভ’সহ অন্যান্য অঞ্চলে আরও ১ হাজার ৫৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
জাতিসংঘের সংস্থাটি এও জানাচ্ছে, ৩ হাজার ৪৫১ জন বেসামরিক লোক আহত হয়েছেন।
তারা ইঙ্গিত দেয় যে, প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি, কেননা মারিউপোল’সহ কিছু কিছু এলাকা থেকে তথ্য এসে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।