News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

২০২৬ সালে যেসব তারিখে সাধারণ ছুটি থাকবে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-10, 9:10am

img_20251110_090742-bd7845f82666ff5f514c2ff5b0736d491762744242.jpg




উপদেষ্টা পরিষদের সভার অনুমোদনের পর ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন।

রোববার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করেছে।

যেসব তারিখে সাধারণ ছুটি থাকবে-

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে মে দিবস, ১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ২৮ মে ঈদুল আজহা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২১ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

এ ছাড়া চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ ১৩ এপ্রিল শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ছুটি থাকবে। এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে।

এদিকে, সাধারণ ছুটির পাশাপাশি আগামী বছর নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সবমিলিয়ে আগামী বছর মোচ ২৮ দিন ছুটি থাকবে। তবে, এরমধ্যে ১১ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে। সাধারণ ছুটির মধ্যে ৭ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটি থাকবে।

এছাড়া চলতি বছরের মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।