News update
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     

সাইবেরিয়ায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-07, 8:26pm




রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণের ক্রাসনোয়ার্স্ক এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন৷ বেশ কয়েক জায়গায় ছড়িয়ে পড়া আগুনে প্রায় দুইশ বসতি পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷আঞ্চলিক মন্ত্রণালয় শনিবার জানায়, আগুনে প্রায় দুইশ বাড়িঘর পুড়ে গেছে৷ আশেপাশে অবস্থিত শিশুদের খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে৷
খবর পেয়ে প্রায় তিনশ অগ্নিনির্বাপনকর্মী ঘটনাস্থলে পৌঁছান৷ তবে প্রতিকূল আবহাওয়ার কারলে আগুণ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়৷ আগুনে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷
উল্লেখ্য, গত কয়েক বছরে ধরেই সাইবেরিয়াতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া যাচ্ছে৷ এমন অগ্নিকাণ্ডের কারণে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণও বাড়ছে৷ ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক জলবায়ু প্রতিবেদন অনুযায়ী, গত বছর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক কোটি ৬০ লাখ টন কার্বন নিঃসরণ হয়েছিল৷ তথ্য সূত্র: ডয়চে ভেলে বাংলা।