News update
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     

বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-16, 9:22am

e4441d1f9f21b311b37c41a834f9d2911638b8e947f124b3-c53478ccbb027db7c727d3ecf8e49d401763263339.jpg




রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিস্ফোরণের পর সন্দেহভাজন এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে দ্রুত দায়ীদের ধরতে কাজ চলছে। ঘটনার পর থেকে স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।