News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

শিগগিরই বাজারে আসছে সেরা গেমিং ফোন: ইনফিনিক্স ‘হট ১২’সিরিজ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-10, 11:19am




প্রিমিয়াম মোবাইল কোম্পানিইনফিনিক্সব্র্যান্ডটির স্মার্টফোন পোর্টফোলিওতে নতুন হ্যান্ডসেটহট ১২সিরিজ যোগ করতে যাচ্ছে। এই ফোনের আন্তর্জাতিক বাজারে আসাকে ঘিরে ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে এবং দেশের ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহারকারীরাও একই উন্মাদনায় মেতেছেন। ধারণা করা হচ্ছে, কাঙিক্ষত এই ডিভাইসে থাকবে ইন-বিল্ট হেলিও জি৮৫ প্রসেসর এবং প্রফেশনাল গেমারদের জন্য .৮২ইঞ্চির ৯০হার্টজ প্রো-লেভেল গেমিং স্ক্রিন সহ বৃহৎ স্টোরেজ সুবিধা।  

বিভিন্ন সূত্র জানাচ্ছে, ‘দ্য হট ১২ থাকতে পারে ১২৮জিবি+৬জিবি মেমোরি এবং ্যাম ফিচার। ফলে ব্যবহারকারীরা সহজে নির্বিঘ্নে একইসঙ্গে অনেকগুলো অ্যাপ ব্যবহার করার পাশাপাশি স্টোরেজে তাদের সব রকমের ডেটা সংরক্ষণ করতে পারবেন। এছাড়া, ইনফিনিক্সের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত্যাম ফিউশন টেকনোলজি’ ‘হট ১২ফোনকে বর্ধিত ৫জিবি ্যাম এবং সর্বোচ্চ ১১জিবি সমন্বিত ্যাম ব্যবহারের সুযোগ করে দেবে; এতে ব্যাকগ্রাউন্ড  ‘ক্যাশড অ্যাপ্লিকেশনসক্ষমতার সংখ্যা তিন থেকে নয়টি পর্যন্ত বৃদ্ধি পাবে এবং শীর্ষ ২০টি অ্যাপেরঅ্যাভারেজ লঞ্চ টাইম’-এর উন্নতি ঘটবে ১০ থেকে ১৫ শতাংশ। গুঞ্জন রয়েছে, গেমিং এর জন্য বিশেষভাবে তৈরি এই স্মার্টফোনে রাতভর ভারী দ্রুতগতির গেম খেলতে পারবেন গেমিংভক্তরা।

এছাড়া, ডিভাইসেরফুল .৮২ইঞ্চি, ৯০হার্টজপ্রো-লেভেল -স্পোর্টস স্ক্রিনেরসিল্কি-স্মুথটাচ ফিচার গেমিং বাড়তি মাত্রা এনে দিতে পারে। আরো বলা হচ্ছে, ইনফিনিক্সের পূর্বের ফোনগুলোর চেয়ে এই ডিভাইসে ক্যামেরার ডিজাইনেও থাকতে পারে নতুনত্ব। 

সর্বাধুনিক প্রযুক্তির, হাই-কনফিগারেশন নান্দনিক ডিজাইনেরহট ১২বাজারে আসতে পারে- ‘রেসিং ব্ল্যাক’, ‘লিজেন্ড হোয়াইটএবংঅরিজিন ব্লুএর মতো উজ্জ্বল প্রাণবন্ত রঙে। জল্পনা-কল্পনা রয়েছে, ইনফিনিক্স তাদের এই সিগনেচার স্মার্টফোনে নিয়ে আসছে ব্যতিক্রমী নতুন সব ফিচার। বহুল প্রত্যাশিত এই স্মার্টফোনটি কবে, কোথায় কত মূল্যে পাবেন ইনফিনিক্সভক্তরা তা জানা যাবে শিগগিরই। বিজ্ঞপ্তি।