News update
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     

ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বন্ধ করে দিয়েছে ইউক্রেন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-12, 7:38am




ইউক্রেনের লড়াই বুধবার যুদ্ধক্ষেত্রের বাইরে ছড়িয়ে গেছে। ওইদিন কিয়েভ রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের একটি পাইপলাইন কেটে দিয়েছে, ওই পাইপলাইন দিয়ে গ্যাস ইউরোপীয় আবাসিক বাড়ি এবং শিল্প কারখানাগুলোতে সরবরাহ করা হত।

ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস পাইপলাইন অপারেটর জানিয়েছেন, গ্যাসের আপাত নির্গমনসহ শত্রু বাহিনীর হস্তক্ষেপের কারণে, মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের একটি কেন্দ্রের মাধ্যমে রাশিয়ার যে চালান চলছিল তা বন্ধ করে দিচ্ছে।

পশ্চিম ইউরোপে সরবরাহ করা রাশিয়ার গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ ইউক্রেনের মধ্য দিয়ে যায়। যদিও একজন বিশ্লেষক বলেছেন, এর তাৎক্ষণিক প্রভাব সীমিত হতে পারে, কারণ এর বেশিরভাগ অন্য পাইপলাইনের মাধ্যমেও পাঠানো যেতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে প্রবাহিত গ্যাস আগের দিনের তুলনায় ২৫% কমেছে।

ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনে তার ১১-সপ্তাহের আক্রমণের জন্য রাশিয়াকে শাস্তি দেওয়ার ঘোষিত প্রচেষ্টার অংশ হিসাবে, ঘরবাড়ি এবং জ্বালানী শিল্পকে উষ্ণ রাখার জন্য রাশিয়ার জ্বালানীর উপর নির্ভরতা কমিয়ে আনতে চাইছে।

তবে, ২৭-সদস্যের রাষ্ট্রগুলির মধ্যে থেকে কিছু বিরোধিতারও সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে হাঙ্গেরি থেকে। হাঙ্গেরি বলছে, রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে সেটা তার দেশের অর্থনীতি উপর একটি বড় আঘাত হানবে।

এদিকে, মস্কো কর্তৃক স্থাপিত খেরসন আঞ্চলিক প্রশাসনের উপপ্রধান কিরিল স্ট্রেমাসভ রাশিয়ার আরআইএ নভোস্তি বার্তা সংস্থাকে বলেছেন, "খেরসন শহরটি এখন রাশিয়ার অংশ।"

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এর অধিগ্রহণের ধারণাটিকে উপহাস করে, টুইট করেছেন: "হানাদাররা এমনকি মঙ্গল বা বৃহস্পতি গ্রহে যোগ দিতে বলতে পারে। ইউক্রেনের সেনাবাহিনী খেরসনকে মুক্ত করবে, তারা শব্দ নিয়ে যে খেলাই খেলুক না কেন।"

খেরসন হল কৃষ্ণ সাগরের একটি বন্দর নগরী যার জনসংখ্যা প্রায় ৩ লাখ এবং প্রতিবেশী ক্রাইমিয়ার জন্য পানীয় জল সরবরাহ করে। যুদ্ধের প্রথম দিকে রুশ বাহিনী শহরটি দখল করে নেয়। তথ্য সূত্র: ভয়েস অফ আমেরিকা বাংলা।