News update
  • Khaleda Gets Eternal Farewell from Over a Million of Hearts     |     
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     

শেখ হাসিনার শোকবার্তা ‘মহানুভবতা’ নাকি ‘ভণ্ডামি’? প্রশ্ন তুললেন বার্গম্যান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-12-31, 2:20pm

ddebhidd_baargmyaan-1-ace26a8c4c1a72c80c921a1b91679bbf1767169246.jpg




সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দেওয়া শোকবার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি বিশ্লেষণধর্মী পোস্ট করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

খালেদা জিয়াকে কারারুদ্ধ করা এবং বিএনপিকে ধ্বংস করার ক্ষেত্রে আওয়ামী লীগের বিগত দিনের প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে বার্গম্যান তাঁর পোস্টে একটি মৌলিক প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, "আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার ক্ষেত্রে সফল হয়েছিল এবং তাঁর দল বিএনপিকে ভেঙে দেওয়ার ক্ষেত্রেও তারা প্রবল প্রচেষ্টা চালিয়েছিল। এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দেওয়া সমবেদনা এবং উদার মন্তব্যগুলোকে কি আমরা ‘অসাধারণ মহানুভবতা’ হিসেবে দেখব, নাকি একে ‘গভীর এবং বিকৃত ভণ্ডামি’ হিসেবে বিবেচনা করব? নাকি এটি এই দুটিরই সংমিশ্রণ?

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা একটি শোকবার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি খালেদা জিয়ার মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করেছেন। শোকবার্তায় হাসিনা লিখেছেন, ‘আমি তাঁর পুত্র তারেক রহমান এবং পরিবারের অন্যান্য শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

বার্গম্যান তাঁর পোস্টে শেখ হাসিনার এই শোকবার্তার লিঙ্ক শেয়ার করে রাজনৈতিক বৈপরীত্যের দিকটি ফুটিয়ে তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই পোস্টটি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।