News update
  • Khaleda to go to hospital for health check-up this evening     |     
  • Low pressure area forms over Bay: Another rain spell?     |     
  • 4,000 held, 1,695 cases in mass upsurge killings: Police HQ      |     
  • China holds large air force, naval exercises around Taiwan      |     

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-01-29, 9:06am

iiaoroqw-04c721ce421413a4adc8b04b4550dac11706497577.jpg




রোববার (২৮ জানুয়ারি) খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সারাদেশে ধান, চাল, আটা ও ময়দার বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খ্যাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুত বিরোধী অভিযান চলমান রয়েছে।

এ পরস্থিতিতে চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুত বিরোধী অভিযান পরিচালনার জন্য খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ও সরাকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।