News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

বাংলাদেশে ফের পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত ভারতের

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-04-28, 7:38am

onion_ntv_karonebazar_2-e1465f7c7cc0ca9998de79bd31ccfea91714268327.jpg




আবারও পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশসহ ছয়টি দেশে ৯৯ হাজার ১৫০ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করবে তারা। দেশটির কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে বাকি দেশগুলোর মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলংকা। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

ভারতীয় গণমাধ্যমটি আজ শনিবার (২৭ এপ্রিল) তাদের প্রতিবেদনে বলছে, ভারত সরকারের সংশ্লিষ্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় এজেন্সি ন্যাশনাল কো-অপারেশন এক্সপোর্টস লিমিটেডকে (এনসিইএল) এ পেঁয়াজ রপ্তানির দায়িত্ব দেওয়া হয়েছে।

যেসব দেশ পেঁয়াজ কিনছে সেখানকার দাম, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দাম বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে দর নির্ধারণ করে থাকে এনসিইএল। আর যে দেশগুলোতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, সেখানকার চাহিদা অনুযায়ী কোটা বরাদ্দ করা হবে।

শতভাগ আগাম মূল্য পরিশোধ এবং আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করে বাংলাদেশসহ ছয় দেশে পেঁয়াজ রপ্তানি করবে এনসিইএল।