News update
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ on Monday morning     |     
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     

বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-03-13, 6:08am

hsuur6u-92c8e6a5e93031ff3e4d8b6544934b591710288787.jpg




দেশের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি কোষাগার থেকে কোনো বেতন নেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

মঙ্গলবার (১২ মার্চ) প্রেসিডেন্টের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট রাষ্ট্রীয় খাজানার ওপর চাপ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন গ্রহণ করবেন না।

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে গত ৯ মার্চ শপথ নিয়েছেন ৬৮ বছর বয়সী জারদারি। জাতীয় কোষাগারের বোঝা না চাপিয়ে তিনি বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জানিয়েছে।