News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

মোদির শেষ ম্যাজিক: এনডিএ সরকারেই থাকছেন নীতিশ-নাইডু

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-06-05, 8:09pm

erteryreyeye-411066c261e1d4380f4d03988286d30a1717596677.jpg




শেষ পর্যন্ত নরেন্দ্র মোদির বিজেপিতেই আস্থা রাখলেন নীতিশ-নাইডু। জোটবদ্ধই থাকছেন মোদির সঙ্গে। টানাটানির শেষ খেলায় আরেক ম্যাজিক দেখালেন মোদিও। নীতিশ-নাইডুকে নিয়ে সরকার গঠনের চেষ্টা করেছিলেন বিরোধী কংগ্রেসের রাহুল গান্ধীও; কিন্তু হেরে গেলেন মোদির কাছে। জোটবদ্ধ হয়ে সরকার গড়তে জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু শেষ পর্যন্ত মোদির সঙ্গে সরকারে থাকাটাকেই বেছে নিলেন।

ভারতে সদ্যসমাপ্ত ১৮তম লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই অবস্থায় বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গড়তে তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও জেডইউ এরইমধ্যে সম্মতিপত্রে সই করেছে। বুধবার (৫ জুন) হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। সংবিধান অনুযায়ী ভারতে সরকার গঠনের জন্য কোন দলকে ২৭২টি আসনে জিততে হয়। তাই সরকার গঠনের জন্য জোট গড়তে তোড়জোড় শুরু করে দলগুলো।

এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেন মোদির জোটের বিহারভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু।

এই দুই নেতাকে নিজেদের জোটে টানতে তাদের নিয়ে একরকম টানাটানি শুরু হয়। একদিকে ইন্ডিয়া জোট অন্যদিকে এনডিএ। দুই পক্ষই তাদের জোটে ভেড়াতে চাইছিল।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে ১৬টি আসন। অন্যদিকে নীতিশের দল পেয়েছে ১২ টি আসন। দুই দল মিলিয়ে ২৮টি আসন। অতীতেই তাদের দল বদলের ইতিহাস রয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সিনিয়র নেতারা বুধবার নয়াদিল্লিতে একটি বৈঠকে মিলিত হন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র বলেছে, নরেন্দ্র মোদিকে সমর্থনের ঘোষণা দিয়েছেন টিডিপি ও জেডিইউ নেতারা। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

ঘোষণা করা হয়েছে, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার (৮ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর মধ্যদিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। বুধবারই দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্রও জমা দিয়েছেন মোদি।