News update
  • Gaza Sees Record Hunger as West Bank Evictions Rise     |     
  • Gaza Health Crisis Deepens as Hospitals Overflow, WHO Warns     |     
  • Mystery over deaths of 2 men inside car in Mouchak basemeent     |     
  • Govt Ready to Transfer Power to Elected Leaders: Chief Adviser     |     

কমলা হ্যারিসের সঙ্গে নতুন বিতর্কে অংশ নেবেন না ডেনাল্ড ট্রাম্প

এএফপি গনতন্ত্র 2024-09-13, 12:33pm

errtertrtert-c4089bbd03ae3c771b6a814aa6aac11a1726209180.jpg




 প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : এএফপি   

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে হোয়াইট হাউসে যাওয়ার প্রতিযোগিতায় কমলা হ্যারিসের সঙ্গে নতুন করে আয়োজিত কোনো বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পেয়ে দুই প্রার্থীই এখন সুইং স্টেটগুলো চষে বেড়াচ্ছেন।

রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মাত্র দুদিন আগে ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে তাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তবে কমলা হ্যারিসের পাল্টা আক্রমণে আত্মরক্ষামূলক অবস্থানে চলে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ বছরের জুন মাসে সাবেক প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে অংশ নিয়ে ভালোভাবেই তা শেষ করেছিলেন ট্রাম্প। বিতর্কে জো বাইডেন নাস্তানাবুদ হন ট্রাম্পের কাছে এবং এরপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। পরে কমলা হ্যারিসকে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। সেই ধারবাহিকতায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় ট্রাম্প-হ্যারিস বাকযুদ্ধ।

এদিকে, ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লেখেন, ‘তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।’

ট্রাম্প দাবি করেন, ‘ফলাফল দেখাচ্ছে যে আমি কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে বিজয়ী হয়েছি।’ তবে বিভিন্ন তাৎক্ষাণিক জরিপে দেখা গেছে হ্যারিসই অপেক্ষাকৃত ভালো করেছেন, যা কিনা সাড়ে ছয় কোটিরও বেশি মার্কিন নাগরিক সরাসরি দেখেছিলেন।

অন্যদিকে, সুইং স্টেট নর্থ ক্যারোলাইনাতে অবস্থানরত কমলা হ্যারিস বলেছেন, তিনি আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকটি বিতর্কে অংশ নিতে চান। তবে তিনি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য শুনেছেন কিনা তা জানা যায়নি।