News update
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন দিশানায়েকে

গনতন্ত্র 2024-09-24, 2:38pm

ertreterter-c2fbfeda0bebe887a99c09d22119f8331727167080.jpg




আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বেইলআউট’ কর্মসূচির আওতায় দেওয়া শর্তগুলো নিয়ে পুনরায় আলোচনা শুরুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কায় একটি আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন নবনিযুক্ত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। খবর এএফপির।

এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত দ্বীপদেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয়ের পর গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) শপথ নেন পিপলস লিবারেশন ফ্রন্টের (জেভিপি) নেতা স্বঘোষিত মার্কসবাদী দিশানায়েকে। তিনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছেন দেশটির ২২৫ আসনের পার্লামেন্টে যার মাত্র তিনজন আইনপ্রণেতা রয়েছে।

তবে ২০২২ সালের পর শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দার পর থেকে দিশানায়েকের প্রতি সমর্থন বাড়তে থাকে। বিশেষ করে আইএমএফের বিতর্কিত ‘রেসকিউ প্যাকেজের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে দুর্দশায় পড়া লাখ লাখ সাধারণ শ্রীলঙ্কাবাসীর মন জয় করেন তিনি।

গতকাল সোমবার দায়িত্ব নেওয়ার পরপরই ক্যান্ডি শহরে সাংবাদিকরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে তার নির্বাচনি প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে দিশানায়েকে বলেন, ‘দুই দিন অপেক্ষা করুন।’

পার্লামেন্টে দিশানায়েকের মিত্র ও আইনপ্রণেতা হারিনি আমারাসুরিয়া ওই রাতেই রাজধানী কলম্বোতে সাংবাদিকদের বলেন, একদিনের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে।  

শ্রীলঙ্কার সংকট দিশানায়েকের জন্য একটি অনন্য সুযোগ হয়ে দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে কেননা তিনি দ্বীপদেশটির ‘দুর্নীতিগ্রস্ত’ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন। গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৩৮ জন প্রার্থীকে পরাজিত করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ১২ লাখেরও বেশি ভোট পান।

তার পূর্বসূরী রনিল বিক্রমাসিংহে এই নির্বাচনে তৃতীয় অবস্থানে চলে যান। গত বছর আইএমএফের ২৯০ কোটি ডলারের বেইলআউট কর্মসূচির শর্ত হিসেবে বিক্রমাসিংহে কৃচ্ছ্রতার ব্যাপক পরিকল্পনা নেন এবং নাগরিকদের ওপর করের বোঝা চাপিয়ে দেন।

এদিকে আইএমএফ দিশানায়েকের বিজয়ে তাকে অভিনন্দন জানিয়ে বলেছে, তারা ‘রেসকিউ’ পরিকল্পনার ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।