জেলবন্দী ইরানি অধিকার কর্মী নার্গিস মহম্মদীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই সপ্তাহের শুরুতে তিনি অনশন শুরু করেছিলেন। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী নার্গিসের স্বামী এমনটাই জানিয়েছেন ভিওএ-কে।
তাঘি রহমানি জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মহম্মদীকে তেহরানের এভিন জেল থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অন্য কারাবন্দীদের সঙ্গে তাঁকেও চিকিৎসা পরিষেবা নিতে বাধা দেওয়া হলে ৫১ বছর বয়সী মহম্মদী অনশন শুরু করেন। ইরানের বাধ্যতামূলক হিজাব আইনের বিরোধিতায় তাঁর এই অনশন।
তাঁর অনশনের প্রেক্ষিতে নোবেল কমিটি, ওলফ পাম ফাউন্ডেশন ও আমেরিকান পেন অ্যাসোসিয়েশন তাঁর স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
নোবেল কমিটির প্রধান বেরিট রাইস-অ্যান্ডারসন ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেন। তাছাড়া, মহম্মদী ও অন্যান্য বন্দী নারীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে আশু ও জরুরি পদক্ষেপ নিতে ইরান সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি।
সুইডেনের ওলফ পাম ফাউন্ডেশন ২০২৩ সালে নার্গিস মহম্মদীকে সম্মানিত করেছিল। মহম্মদীর জন্য অত্যাবশ্যকীয় চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করতে জোরালোভাবে অনুরোধ জানিয়ে খোলা চিঠি দিয়েছে এই সংস্থা।
আমেরিকান পেন অ্যাসোসিয়েশন আগেই তাঁর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়েছিল। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা।