News update
  • Islamist united front for proportional representation in BD?     |     
  • Jamaat Chief Calls for Uprising Against Corruption, System     |     
  • UN Warns of Rising Deaths, Hunger and Crisis in Gaza     |     
  • Dhaka’s air quality ‘moderate' on Saturday      |     
  • Curfew relaxed for 14 hours in Gopalganj     |     

উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্র

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2024-07-02, 7:09am

dffwerwr-67eb62ce9c830b9653fbb4c28849a6d91719882598.jpg




পায়রা বিদ্যুৎকেন্দ্র আবার পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করেছে। কেন্দ্রের বন্ধ থাকা ৬২২ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট সোমবার (১ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। রক্ষণাবেক্ষণের জন্য গত ২৫ জুন থেকে ইউনিটটি বন্ধ ছিল।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ২৪৪ মেগাওয়াট। পুরো ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় লোডশেডিং কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

পটুয়াখালীর পায়রায় এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়া কোম্পানি (বিসিপিসি)।

বিদ্যুৎকেন্দ্রটিতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান অংশীদারিত্ব রয়েছে। ইন্দোনেশিয়া থেকে আসে এ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কয়লা। আরটিভি