
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকার বেশ কয়েকটি উঁচু টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক খবরে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং বেশ কয়েকজন ভবনের ভেতরে আটকা পড়েছেন বলে জানা গেছে।
চায়না ডেইলির প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন এবং আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন।
চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত আহত সাতজনকে চিকিৎসার জন্য অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল।
ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত একটি বিশাল আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুন লাগা টাওয়ারগুলোর বাইরের দিকে বাঁশের ভারা থাকায় আগুন নিচে থেকে দ্রুত উপরের দিকে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস এক বিবৃতিতে আশেপাশের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেন। এছাড়া আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জনসাধারণকে ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।