News update
  • Dhaka breaths ‘very unhealthy’ air Wednesday morning     |     
  • Referendum Ordinance, 2025 issued     |     
  • Chemical fertilizer overuse threatens soil health in northern BD     |     
  • C.A. Yunus expresses concern, sympathy over Korail slum fire     |     
  • UNAIDS Warns of Deepest HIV Response Setback in Decades     |     

ডেঙ্গুতে গেল আরও ৩ প্রাণ, হাসপাতালে ৬১৫

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-11-26, 6:16pm

fdgfdsd-2ef0bff50d02196c22526737ce949b771764159413.jpg




ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬১৫ জন।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২১৭ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু জ্বরে মারা গেছেন মোট ৩৭০ জন।

প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।

এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে (দুই সিটি করপোরেশন) ২২৯ জন, ঢাকা বিভাগে ১২৮ জন (সিটি করপোরেশন বাদে), বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়নি।  

এর আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারা যান ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।