News update
  • Bangladesh Summons Indian Envoy Over Hasina’s Remarks     |     
  • 14 individuals, women's football team to get Ekushey Padak     |     
  • Bangladesh Protests Hasina’s Activities in India     |     
  • Vandalism at Dhanmondi-32 an Outburst of Public Anger: Govt     |     
  • Dhanmondi 32 residence demolished with bulldozer     |     

কলাপাড়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

দূর্ঘটনা 2023-04-16, 10:52pm

a-dwelling-house-burnt-into-ash-in-kalapara-631cd30557ffe1310fb8a24f833a70971681663959.jpg

A dwelling house burnt into ash in kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে একটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এসময় পাশের আরেকটি ঘর আংশিক পুড়ে গেছে। রবিবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর  গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও অগ্নিকান্ডে রাজ মিস্ত্রি মোহাম্মদ আলী হোসেনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় ওই বসত ঘরে কেউ ছিলো না বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ঘর বন্ধ করে সবাই বাইরে যায়। এসময় আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তারা যথাসময়ে আসার আগেই আগুনের লেলিহান শিখায় ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। পাশে থাকা আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তাদের ধারণা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

কলাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি পুড়ে যায়। অপর ঘরটি কিছুটা হলেও রক্ষা করতে পেরেছি। - গোফরান পলাশ