News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

চট্টগ্রামে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-10-30, 9:13am

5245582a91e9664996bfe73bd393d2837840fbcfdc2820f1-e0fa8fd547d63e471cb8bc2a0b8a4cd21730257990.jpg




চট্টগ্রামের খুলশীতে এক ঘণ্টার চেষ্টায় সজিব জুস ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে কারখানাটির উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর ৪টার দিকে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পান তারা। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সময় সংবাদ।