News update
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     

ঢাকা রামকৃষ্ণ মঠে গুরুপূর্ণিমা ১৩ জুলাই

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2022-07-06, 4:59pm

রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকা। ছবি: সংগৃহীত।



আগামী বুধবার (১৩ জুলাই) ঢাকা রামকৃষ্ণ মঠে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে গুরুপূর্ণিমা অনুষ্ঠিত হবে।


এ উপলক্ষ্যে অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ৭:৩০ টায় শ্রীরামকৃষ্ণদেবের পূজা, সকাল ৮টায় ধর্মগ্রন্থ থেকে পাঠ, ভজন, জপ-ধ্যান এবং সকাল ১১:৩০ টায় শ্রীশ্রীগুরুপূর্ণিমার তাৎপর্য বিষয়ে আলোচনা।


আলোচনা করবেন বাংলাদেশে রামকৃষ্ণ সঙ্ঘের গুরুমহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও সম্পাদক, রামকৃষ্ণ মিশন, ঢাকা শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ।


এরপর সকাল ১১:৫০মিনিটে ভোগারতি, বেলা ১২টায় পুষ্পাঞ্জলি, বেলা ১২:০৫ মিনিটে ভজন : 'রামকৃষ্ণ শরণম্' এবং বেলা ১২:১৫ মিনিটে মধ্যাহ্ন প্রসাদ বিতরণ।


গুরুদেবের প্রণাম: সকাল ১০:৩০ মিনিট থেকে সকাল ১১:৩০ মিনিট; বেলা ১২:১০ মিনিট থেকে বেলা ১২:২০ মিনিট এবং রাত ৮:০০ টা থেকে রাত ৮:৩০ টা।


উল্লেখ্য, ভক্তরা বসার আসন এবং দীক্ষিত ভক্তরা জপের মালা নিয়ে আসতে পারবেন। বিজ্ঞপ্তি।