News update
  • সমুদ্র থেকে লাইটার জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ     |     
  • AL Found Organisationally Involved in BDR Carnage: Taposh Key Coordinator     |     
  • Trump calls Venezuelan airspace ‘closed,’ Maduro denounces ‘colonial threat’     |     
  • Bangladesh’s potato powerhouse status to be showcased in festival     |     
  • Hasnat prays Khaleda Zia lives to see Sheikh Hasina executed     |     

বিশ্ব ইজতেমায় চলছে দ্বিতীয় দিনের বয়ান

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-01-21, 12:25pm

resize-350x230x0x0-image-208263-1674271403-e9662efefa3028171d5d88446f3ab9791674282354.jpg




গাজীপুরের টঙ্গীতে শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ দিন ফজর নামাজের পর থেকেই মাওলানা সা’দ কান্ধলবী অনুসারী মুসল্লিদের ইজতেমা শুরু হয়।পাকিস্তানের মাওলানা ওসমান ফজর নামাজের পর থেকেই আগত মুসল্লিদের উদ্দেশ্য আম বয়ান শুরু করেন। তাৎক্ষণিকভাবে সেটি বাংলায় তর্জমা করেন জিয়াবিন কাশিম।

লাখো মুসল্লির অংশগ্রহণে শনিবার (২১ জানুয়ারি)চলছে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের বয়ান। বাদ ফজর ভারতের হযরত মাওলানা ইয়াকুব ছিলানীর বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। বয়ানের বাংলা অনুবাদ করেন মাওলানা মনির বিন ইউসুফ।

প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান হচ্ছে। বাদ আসর বয়ান করবেন মাওলানা সাদের তৃতীয় ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। আসরের পর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হবে।

এরআগে শুক্রবার ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে অংশ নেন লাখ লাখ মুসল্লি। নামাজের ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি। দুপুর ১টা ৩৫ মিনিটের শুরু হয় জুমার নামাজ।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তথ্য সূত্র আরটিভি নিউজ।