News update
  • 1st meeting of constitution reform commission held virtually     |     
  • BNP slams govt for failure to arrest AL cadres involved in student shootings     |     
  • Nothing has changed other than govt: Gayeshwar     |     
  • Dengue: 4 more die, 660 hospitalised in 24hrs     |     
  • BD, US talk tackling money laundering, stolen asset recovery     |     

কলাপাড়ায় এ বছর চারটি মন্ডপে শারদীয় দূর্গোৎসব হচ্ছে না

ধর্মবিশ্বাস 2024-09-29, 11:16pm

kalapara-upazila-a679247e9fb0aee63da0fdd41381e88d1727630197.png

Kalapara Upazila



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় চারটি মন্ডপে এ বছর শারদীয় দূর্গোৎসব উদযাপিত হচ্ছে না। জরার্জীন মন্দির, লোকবলের অভাব এবং আর্থিক সংকটের কারনে এ মন্ডপ গুলোতে পূজার আয়োজন করা হয়নি বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে।

মন্ডপ গুলো হলো, উপজেলার চম্পাপুর ইউনিয়নের শীলপাড়া সর্বজনীন  শ্রী শ্রী শারদীয় দূর্গাপুজা মন্ডপ, মহিপুর ইউনিয়নের উত্তর মনোহরপুর শ্রীশ্রী কালী ও দূর্গাপুজা মন্ডপ, একই ইউনিয়নের মনোহরপুর রাধা গোবিন্দ দূর্গাপুজা মন্ডপ ও শ্রীশ্রী হরিগুরু বিপিনচাঁদ সেবাশ্রম দূর্গাপুজা মন্ডপ। 

এ ব্যাপারে চম্পাপুর শীলপাড়া  পুজা মন্ডপের সভাপতি অন্তর শীল জানান, তাদের মন্ডপটি যে বাড়ীতে, সেই বাড়ীর লোকজন কেউ আমেরিকা, কেউ ঢাকা থাকার কারনে এ বছর দূর্গা পুজার আয়োজন করেননি।

মনোহরপুরের মনোহরপুর কালী ও দূর্গাপুজা মন্ডপ কমিটির সভাপতি বিনয় ভূষন বড়াল জানান, ঘূর্নিঝড় রিমেলে তাদের মন্ডপটি ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি আর্থিক সংকটের কারনে পুজা উদযাপন এবার সম্ভব হয়নি।

অপর দু'টি মন্ডপের সভাপতি দ্বয়ের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের পাওয়া যায়নি।

তবে কলাপাড়া পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪টি মন্ডপে প্রতিমার রংয়ের কাজ সহ সাজ সজ্জার কাজ চলছে। গত বছরও এ উপজেলায় ১৮টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে। ইতিমধ্যে  ১৪টি মন্ডপেই  সুষ্ঠু এবং সুন্দর ভাবে পুজা উদযাপনে সেনাবাহিনী সহ প্রশাসনের লোকজন খোঁজ -খবর নিচ্ছেন বলে জানা গেছে। - গোফরান পলাশ