News update
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     

বিশ্ব ইজতেমার সমাধান নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-12-20, 5:59pm

img_20241220_175803-a495f2d309203a7dbbff2a22c114fc2f1734695992.jpg




জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, দীনের কাজে বিভক্তির কারণ হচ্ছে হক ও সঠিক পথ ছেড়ে বিচ্যুত ব্যক্তির অনুসরণ করা। এ বিভক্তি দূর করে একতাবদ্ধ হওয়ার একমাত্র সমাধান হচ্ছে সে পথ ছেড়ে হকের পথে ফিরে আসা।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।

জাতীয় মসজিদের খতিব বলেন, ‘ওলামায়ে কেরামের পরামর্শ ও নির্দেশনা মেনে কাজ করা। এজন্য আমাদেরকে মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেন আল্লাহ আমাদের অন্তরগুলোকে হক কবুল করার জন্য প্রস্তুত করে দেন।’

তিনি বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা আবশ্যক। যেকোনো অপরাধই জুলুম তবুও মহান আল্লাহ বিশেষভাবে জুলুমের উল্লেখ করে বলেছেন, তোমরা অপরাধ এবং জুলুমের পক্ষে সহযোগিতা করো না। জালেমদেরকে সমর্থন ও সহযোগিতা করা জায়েজ নেই। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আবশ্যক।’

মুফতি আবদুল মালেক বলেন, ‘দেশের বিরুদ্ধে যখন শত্রুর ষড়যন্ত্র বেড়ে যায়, তখন বিভিন্ন পরিভাষার ব্যবহার বেড়ে যায়। এগুলো সঠিক অর্থে ব্যবহার না করলে অনেক ক্ষেত্রে ঈমানের পরিপন্থি হয়ে যাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘আন্ত:ধর্মীয় সম্প্রতি ও ঐক্য’ পরিভাষা। এ কথার সঠিক অর্থ হচ্ছে-- দেশের সব নাগরিক ইনসাফের সঙ্গে জুলুমের বিরুদ্ধে শান্তিপ্রিয়ভাবে সহাবস্থান করা।’

তিনি বলেন, ‘নিজের জন্য, দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতির জন্য আমাদের দোয়া করতে হবে। এ দেশের নাগরিক হিসেবে আমাদের ওপর এটি দেশের হক। পাশাপাশি মুসলিম উম্মার জন্য বিশেষত সিরিয়া ও ফিলিস্তিনের জন্য দোয়া করবো ইনশাল্লাহ।’ তথ্য সূত্র আরটিভি।