News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ফেসবুক কেন লাস্ট ওয়ারনিং দিলো আজহারীকে?

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-01-29, 12:00pm

retewrerw-c5a0b14889aef3b8f8a7c4c79d1d22cb1738130433.jpg




জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীকে লাস্ট ওয়ারনিং দিয়েছে ফেসবুক। আর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ। রিচ ডাউন করে দেওয়া হয়েছে।

তিনি লিখেছেন, ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে। নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলাসহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় ইতোপূর্বেও রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা। ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজসাধ্য নয়।

জনপ্রিয় এই ইসলামী আলোচক লিখেছেন, প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্লাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ারনিং দিয়ে জানিয়েছে যে, আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে।

শুভানুধ্যায়ীদের প্রত্যাশা থাকে, যেন চলমান প্রতিটি ইস‍্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি উল্লেখ করে তিনি আরও লিখেছেন, আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট।

আজহারী লিখেছেন, স্পর্শকাতর অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছেমতো সব বলতে বা লিখতে পারি না। প্রজেক্ট আলফাসংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার ছিল। লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে, এটা জারি থাকলে জানি না প্রজেক্টসংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতুটুকু পৌঁছাবে।

সবশেষে তিনি লিখেছেন, সপ্তাহে প্রতি জুমার নামাজের পরপরই আমাদের নিয়মিত আপডেট থাকে। সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান রইলো।

আরটিভি


Copied from: https://www.rtvonline.com/social-media/310948