News update
  • UN Chief Demands Justice for Crimes Against Journalists     |     
  • Heavy Rain Leaves Dhaka Waterlogged, Life Disrupted     |     
  • Over 550,000 Syrians return home from Turkey     |     
  • Extra SIMs beyond 10 being deactivated from Saturday     |     
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     

'গত ১৮ মাসে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে'

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-09-10, 6:45am

resize-350x230x0x0-image-239137-1694283583-68658e1a1cc982c5e1b68ef41cb8a3401694306732.jpg




বিগত ১৮ মাসে প্রায় এক হাজার নির্বাচন হয়েছে। সে সব নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভোটাররা কোনো অভিযোগ করতে পারেনি। সব নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

শনিবার (৯ সেপ্টেম্বর) যশোরের ঝিকরগাছা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আহসান হাবিব খান বলেন, স্মার্ট কার্ড নিয়ে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, যাকে খুশি তাকে নির্বাচিত করবেন।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান, যশোর জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাসসহ অনেকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।