News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

৭ জানুয়ারির ভোট ঘিরে অ্যামনেস্টির ১০ দফা

গ্রীণওয়াচ ডেক্স নির্বাচন 2024-01-05, 9:10pm

7dd90cde1e4717d2beac3da7b1f3841f9a043ba96d8926dc-ee7801aad9db124c7453998c028432cd1704467454.jpg




আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনকে সামনে রেখে ১০ দফা মানবাধিকার সনদ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এই ১০ দফায় প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলকে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে আহ্বান জানায় যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

অ্যামনেস্টির মানবাধিকার সনদে বলা হয়, ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় যেন মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি থাকে, তা নিশ্চিত করতে সব দলের প্রতি আহ্বান জানাচ্ছে তারা। পাশাপাশি এই সনদে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে কিছু সুপারিশ করেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টির ১০ দফা

১. মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখান, তা রক্ষা করুন।

২. প্রতিবাদকে সুরক্ষা দিন।

৩. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করুন।

৪. গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।

৫. নারীর অধিকার রক্ষা করুন।

৬. ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা করুন।

৭. মৃত্যুদণ্ড বিলোপ করুন।

৮. জলবায়ুসংকট মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক, টেকসই পদক্ষেপ নিন

৯. হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।

১০. করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখুন।