News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

হাসপাতালে থাকা অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে ইসি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-01-21, 7:47am

6f5e866ddd58a5f9a93528f614ef94ab1a612a3b3a4a41bc-7836095a03130ca03e86b8ed03b9e2d71737424041.jpg




জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ চলবে।

এক্ষেত্রে ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য হাসপাতালে চিকিৎসারতদের তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। এছড়া চিকিৎসারতদের মধ্যে যারা পূর্বে ভোটার হয়েছেন তাদের এনআইডিতে কোনো ভুল ভ্রান্তি থাকলে বা হারিয়ে গেলে সে বিষয়েও সহযোগিতা দেয়া হবে।

ভোটার তালিকা হালনাগাদের সকল কার্যক্রম পরিদর্শনে এনআইডির ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সময়