News update
  • Young Talents Shine at Inaugural Kidlon Junior Award 2025     |     
  • Italy to Hire More Bangladeshi Workers, Says Matteo Piantedosi     |     
  • Fire at Dhaka's Bailey Road building tamed after an hour     |     
  • BNP Prepares Grand Reception for Returning Chairperson Khaleda      |     
  • Govt Plans Unified Promotion System for State Banks     |     

৪৫তম বিসিএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-01-20, 10:41pm

sgsgshsd-8326a0415b2014b6bb11494f89de95ab1705768951.jpg




৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ণাঙ্গ সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আট বিভাগের ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

ঢাকার সাতটি কেন্দ্র হলো

মিরপুরের সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।

ঢাকার বাইরে সাতটি কেন্দ্র হলো

রাজশাহী বিভাগের প্রার্থীদের কেন্দ্র হবে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, খুলনা পাবলিক কলেজ, বরিশাল জিলা স্কুল, সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ, রংপুর সরকারি কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ।

এর আগে, গত বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।

৪৫তম বিসিএসের মাধ্যমে দুই হাজার ৩০৯ জন ক্যাডার এবং নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।