News update
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     
  • BDR Carnage Mystery Must Be Unveiled: Prof Yunus      |     

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আসনপ্রতি লড়বে ১৫ জন

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-04-03, 9:26pm

images-1-12-d395b16c46490b289cfb8b0caf0093431712158047.jpeg




গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ এপ্রিল। প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ১৫ জন শিক্ষার্থী।

বুধবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ভর্তির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমন্বিত ভর্তি কমিটির সচিব নিত্যানন্দ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— প্রাথমিকভাবে ৩টি ধাপে ভর্তি নেবেন গুচ্ছের ভর্তি কমিটি। আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিট, ৩ মে মানবিক শাখার ও ১০ মে ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ কাটা যাবে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। ‘ক’ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন, ‘খ’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন ও ‘গ’ ইউনিটে আবেদন করেছে ৪০ হাজার ১১৬ জন। বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা প্রায় ২১ হাজার।

গুচ্ছ কমিটির একজন সদস্য বলেন, প্রায় তিন লাখ ছয় হাজার শিক্ষার্থী গুচ্ছের ভর্তিতে আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার পর মেধাতালিকা তৈরি করবে। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট বিষয়ে নির্বাচিত করলে মেধাক্রম বা মার্কস অনুযায়ী ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। আরটিভি নিউজ।