News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

মুচলেকায় ক্ষমা পেলেন তিন এস,এস,সি পরীক্ষার্থী

পরীক্ষা 2024-12-20, 11:58pm

ssc-examinees-at-an-examination-centre-09a5f953da53e2e6e0b34cc5b3e3a36a1734717529.jpg

SSC examinees at an examination centre



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অপ্রীতিকর এক ঘটনায় জড়িত থাকার অপরাধে  খেপুপাড়া  সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী মুচলেকা দিয়ে প্রাথমিক ভাবে ক্ষমা পেয়েছেন। 

শিক্ষার্থীরা হলো উপজেলার নাচনাপাড়া এলাকার মো.শামীম হেসেনের ছেলে মো.সায়েদ, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে মো.সিয়াম এবং লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের মো.সোহাগ তালুকদারের ছেলে মো.সিহাব। এরা তিনজনই ওই স্কুলের এস,এস,সি ভোকেশনসলের পরীক্ষার্থী।  

সম্প্রীতি, স্কুল ক্যাম্পাসে এবং এর বাইরে ওই তিন শিক্ষার্থী তাদের জুনিয়র দুই ছাত্রীকে বিপদে ফেলতে কৌশলে দু'টি ভিডিও চিত্র ধারন করে তা ফেইসবুকে শেয়ার করে। যা চরমভাবে স্কুল এবং ছাত্রী অভিভাবকদের বিপাকে ফেলে।  বিষয়টি স্কুল কর্তৃপক্ষ আমলে নিয়ে শিক্ষকদের তিন সদস্য'র একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ঘটনার সাথে সংশ্লিষ্টের সনাক্ত করতে সক্ষম হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তাদের ভর্তি বাতিল সহ তাদের টি.সি দেয়ার সিদ্বান্তে উপনীত হয়।

বৃহস্পতিবার অপরাধীরা তাদের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পৃথক পৃথক আবেদন করে যাতে আসন্ন এস,এস,সি পরীক্ষার ফরম পূরনের সুযোগ পেতে পারে। গতকাল অভিভাবকদের উপস্থিতিতে পৃথক পৃথক মুচলেকা দিয়ে প্রথম বারের মত ক্ষমা পায় তারা।

এ ব্যাপারে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  আবদুর রহিম জানান, কোন প্রকার অন্যায় বরদাস্ত করা যাবে না। ভবিষ্যতে এরকম কোন ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেয়া যাবে না। - গোফরান পলাশ